বাদুড়ের যন্ত্রণায় অতিষ্ঠ অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসের দক্ষিণ তটবর্তী শহর বেটম্যানস বের বাসিন্দারা। বাদুড়ের উপদ্রবে ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ।
শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক বাদুড়। বাদুড়ের এই প্রজাতিকে বলা হয় ফ্লায়িং ফক্স। মার্চ থেকে এ শহরের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে এরা।
প্রাণীবিদদের মতে, খাবারের খোঁজেই তারা এখানে এসেছে। শহরকে বাদুড়-মুক্ত করতে প্রশাসনের তরফে ৭০ জন কর্মী নিয়োগও দেয়া হয়েছে।
রাজ্য সরকারের তরফে ১৮ লাখ ডলার অর্থ সাহায্য দেয়া হয়েছে, যাবাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকার বেশি।
বাদুড়ের দখলেই এখন শহরটি। সেই শহরে মানুষের সংখ্যা ১১ হাজারের সামান্য বেশি। আর বাদুড়ের সংখ্যা অন্তত ১ লাখ।
বাদুড়ের উপদ্রবে খোলা যাচ্ছে না বাড়ির জানালা, পড়ায় মন দেয়া যাচ্ছে না, বাইরে যাওয়াও প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
নিজেদের বাড়িতেই কার্যত বন্দী হয়ে থাকতে হচ্ছে তাদের। ছোট্ট এ শহরের প্রতিটি গাছ এমনকি বাড়িঘরেও বাসা বেঁধেছে বাদুড়ের দল। ফলে চরম সমস্যায় পড়েছেন শহরের বাসিন্দারা।
অস্ট্রেলিয়ার আইন অনুসারে বাদুড় বিপন্ন প্রাণী। তাই তাদের মারা যাবে না। একমাত্র তাড়িয়ে দেয়া যেতে পারে বাদুড়। গাছ কেটে বা শহরজুড়ে ধোঁয়া ছড়িয়ে বাদুড় তাড়ানোর চেষ্টাও চলছে।
পশুপ্রেমী সংগঠনগুলো অবশ্য ধৈর্য ধরার কথা বলছে। তাদের দাবি, কোনো কারণে হয়তো ওই শহরে বাদুড়ের দল বাসা বেঁধেছে।
তারা কিছুদিন পরই আবার অন্য জায়গায় চলে যাবে। তবে স্থানীয় মানুষ আর ধৈর্য্য ধরে থাকতে নারাজ। তারা অবিলম্বে বাদুড় তাড়ানোর দাবি জানাচ্ছেন।


0 comments:
Post a Comment